৬.৩৮ তুর্কিদের সাথে যুদ্ধ

 আবূ হুরায়রাহ্ (রা:) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, যতদিন না তোমরা পশমের জুতা পরিধানকারী এক জাতির বিরুদ্ধে যুদ্ধ করবে এবং যতক্ষণ না তোমরা তুর্কীদের বিরুদ্ধে যুদ্ধ করবে, যারা ছোট চক্ষু, লাল চেহারা, চ্যাপ্টা নাকবিশিষ্ট, তাদের মুখমগুল হবে পরতে পরতে ভাঁজ করা চামড়ার ঢালের মতো।

-       (সহীহ, মিশকাত হাঃ একাঃ ৫৪১১; আবূ দাউদ ৪৩০৪; সহীহুল জামি ৭৪১৩; তিরমিযী ২২১৫; ইবনু মাজাহ ৪০৯৬; মুসান্নাফ আবদুর রাযযাক ২০৭৮২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩৭৩৫২; মুসনাদে আবদ ইবনু হুমায়দ ১১০০; মুসনাদে বাযার ৭৮০৩; মুসনাদে আহমাদ ১০১৫৫; আবূ ইয়া'লা ৫৮৭৮; আল মুসতাদরাক লিল হাকিম ৮৪৭০; আস সুনানুল কুবরা লিল বায়হাকী ১৯০৬৪)

আবূ হুরাইরাহ্ (রা:) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রসূল বলেছেন, ততদিন কিয়ামত সংঘটিত হবে না, যতদিন তোমরা এমন তুর্ক জাতির বিপক্ষে যুদ্ধ না করবে, যাদের চোখ ছোট, চেহারা লাল, নাক চ্যাপ্টা এবং মুখমন্ডল পেটানো চামড়ার ঢালের মত। আর ততদিন কিয়ামত সংঘটিত হবে না, যতদিন না তোমরা এমন এক জাতির বিপক্ষে যুদ্ধ করবে, যাদের জুতা হবে পশমের।
-       (সহীহ, সহীহুল বুখারী তাঃ পাঃ ২৯২৮, ৩৫৮৭, ৩৫৯০, ৩৫৯১ [আঃ প্রঃ ২৭১৩; ইসঃ ফাঃ ২৭২৪]; সহীহুল মুসলিম ৫২/১৮ হাঃ ২৯১২; সুনান ইবনু মাজাহ তাঃ পাঃ ৪০৯৭; মুসনাদে আহমাদ ৭২২২, ৭৬১৯, ৭৯২৭, ২৭৪৬০, ৮৯২১, ৯৭৯৬, ১০০২৪, ১০৪৭৬)

আবূ হুরাইরাহ্ (রা:) হতে বর্ণিত। নবী বলেন, কিয়ামত সংঘটিত হবেনা যে পর্যন্ত তোমাদের যুদ্ধ না হবে খুয ও কিরমান নামক স্থানে (বসবাসরত) অনারব জাতিগুলোর সঙ্গে, যাদের চেহারা লালবর্ণ, চেহারা যেন পিটানো ঢাল, নাক চ্যাপ্টা, চোখ ছোট এবং জুতা পশমের। ইয়াহ্ইয়া ছাড়া অন্যান্য রাবীগণ ও আব্দুর রাজ্জাক (রহ.) হতে পূর্বের হাদীস বর্ণনায় তার অনুসরণ করেছেন।
-       (সহীহ, সহীহুল বুখারী তাঃ পাঃ ৩৫৯০ [আঃ প্রঃ ৩৩২৪; ইসঃ ফাঃ ৩৩৩২]; মিশকাত হাঃ একাঃ ৫৪১২; সহীহুল জামি' ৭৪১৫; সহীহ ইবনু হিব্বান ৬৭৪৩; আল মুসতাদরাক লিল হাকিম ৮৪৭০)

আবু হুরাইরাহ্ (রা:) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রসূল বলেছেন, ততদিন কিয়ামত সংঘটিত হবে না, যতদিন না তোমরা এমন এক জাতির বিপক্ষে যুদ্ধ করবে, যাদের জুতা হবে পশমের। আর ততদিন কিয়ামত সংঘটিত হবে না যতদিন না তোমরা এমন জাতির বিপক্ষে যুদ্ধ করবে, মুখমণ্ডল পেটানো চামড়ার ঢালের মত।
-       (সহীহ, আল-লুলু ওয়াল মারজান, ১৮৪৫; সহীহুল বুখারী, পর্ব ৫৬ : জিহাদ ও যুদ্ধাভিযান, অধ্যায় ৯৬, হাঃ ২৯২৯; সহীহ মুসলিম, পর্ব ৫২ : ফিতনা এবং তার অশুভ আলামতসমূহ, অধ্যায় ১৮, হাঃ ২৯১২)
-       (সহীহ, সুনান আবূ দাউদ (তাহকিককৃত/আলবানী একাঃ) ৪৩০৪ [ইঃ ফাঃ ৪২৫৩]; সুনান আত তিরমিজী (আল মাদানী প্রকাঃ) ২২১৫ [ইঃ ফাঃ ২২১৮])

আবু বকর ইবনু আবূ শাইবাহ ও ইবনু আবু উমর (রহঃ) ..... আবু হুরাইরাহ (রা:) থেকে বর্ণিত। নবী বলেনঃ কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত না তোমরা এমন এক সম্প্রদায়ের সঙ্গে লড়াই করবে, যাদের চেহারা হবে চামড়া জড়ানো ঢালের মতো মাংসল। কিয়ামত সংঘটিত হবে না, যে পর্যন্ত না তোমরা এমন এক জাতির সঙ্গে লড়াই করবে, যাদের জুতা হবে পশমের তৈরি।
-       (সহীহ, সহীহুল মুসলিম হাঃ একাঃ ৭২০২-(৬২/২৯১২) [ইঃ ফাঃ ৭০৪৬, ইঃ সেঃ ৭১০২])

আবূ কুরায়ব ও আবু উসামাহ্ (রহঃ) ..... আবু হুরাইরাহ (রা:) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ বলেছেনঃ কিয়ামতের আগে তোমরা এমন এক সম্প্রদায়ের সঙ্গে লড়াই করবে, যাদের জুতা হবে পশমের। তাদের মুখমণ্ডল চামড়া জড়ানো ঢালের মতো মাংসল এবং রক্ত বর্ণ হবে এবং তাদের চোখ হবে ক্ষুদ্র ক্ষুদ্র।
-       (সহীহ, সহীহুল মুসলিম হাঃ একাঃ ৭২০৬ [ইঃ ফাঃ ৭০৫০, ইঃ সেঃ ৭১০৬]; সুনান ইবনু মাজাহ তাঃ পাঃ ৪০৯৬; মুসনাদে আহমাদ ৭২২২, ৭৬১৯, ৭৯২৭, ২৭৪৬০, ৮৯২১, ৯৭৯৬, ১০০২৪, ১০৪৭৬)

কুতায়বা (রহঃ) .... আবূ হুরায়রা (রা:) থেকে বর্ণিত যে, রসূলুল্লাহ্‌ বলেছেনঃ কিয়ামত ততদিন অনুষ্ঠিত হবে না, যতদিন না মুসলিমগণ তুর্কী (কাফিরদের) সাথে যুদ্ধে লিপ্ত হয়। তুর্কীরা এমন এক জাতি, যাদের চেহারা তালের মত এবং তারা পশমের পোশাক পরিধান করবে ও পশমের জুতা ব্যবহার করবে।
-       (সহীহ, সুনান আবূ দাউদ (তাহকিককৃত/ আলবানী একাঃ) ৪৩০৩ [ইঃ ফাঃ ৪২৫২]; মুসলিম; সুনান আন-নাসায়ী ইসঃ ফাঃ ৩১৮০; সহীহ জামে' আস-সগীর ৭৪২৬)

আমর ইবনে তাগলিব (রা:) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী কে বলতে শুনেছিঃ কিয়ামতের নিদর্শনসমূহের মধ্যে একটি এই যে, তোমরা এমন এক জাতির বিরুদ্ধে যুদ্ধ করবে যাদের মুখাবয়ব হবে চওড়া ও রক্তিমাভ। কিয়ামতের আরেকটি নিদর্শন এই যে, তোমরা এমন এক জাতির বিরুদ্ধে যুদ্ধ করবে, যারা পশমী জুতা পরিধান করে।
-       (সহীহ, সুনান ইবনু মাজাহ তাঃ পাঃ ৪০৯৮; সহীহুল বুখারী ২৯২৭; মিশাকাত হাঃ একাঃ ৫৪১৩; আবূ দাউদ ৪৩০৬; ইবনু মাজাহ ৪০৯৮; সহীহুল জামি ২২০৫; সিলসিলাতুস্ সহীহাহ ২৪২৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ৩৭৬২৬; মুসনাদে বাযযার ৪৩৯৯; মুসনাদে আহমাদ ১০৪০১; সহীহ ইবনু হিব্বান ৬৭৪৭; আল মুসতাদরাক লিল হাকিম ৮৪৬৩; আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ১৯০৬৭; মুসনাদে আহমাদ ২০১৫১, ২০১৫৩)

আবূ সাঈদ আল-খুদরী (রা:) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ বলেছেনঃ কিয়ামত সংঘটিত হবে না, যাবত না তোমরা ক্ষুদ্র চোখ ও চ্যাপ্টা মুখাবয়ব বিশিষ্ট এমন এক জাতির বিরুদ্ধে যুদ্ধ করবে, যাদের চোখ হবে ফড়িং-এর চোখের মত। তাদের চেহারাগুলো হবে রক্তিমাভ। তারা পশমী জুতা পরিধান করবে এবং আত্মরক্ষার্থে চামড়ার ঢাল ব্যবহার করবে। তারা তাদের ঘোড়াগুলো খেজুর গাছের সাথে বেঁধে রাখবে।
-       (হাসান, সুনান ইবনু মাজাহ তাঃ পাঃ ৪০৯৯; মুসনাদে আহমাদ ১০৮৬৮; সহীহাহ ২৪২৯)

জাফর ইব্‌ন মুসাফির (রহঃ) .... আব্দুল্লাহ ইবনু বুরায়দা (রা:) তার পিতা হতে নবী থেকে বর্ণনা করেছেন যে, তুর্কীর একটি ছোট চোখ বিশিষ্ট কাওম তোমাদের বিরুদ্ধে যুদ্ধে করবে। তিনি আরো বলেনঃ তোমরা তিনবার তাদের পরাস্ত করবে, এমন কি তোমরা তাদের আরব উপদ্বীপের সাথে মিলিয়ে দেবে। তাদের মধ্যে যারা প্রথমবার পালাবে, তারা মুক্তি পাবে। দ্বিতীবার যুদ্ধের সময় কিছু লোক ধ্বংস হবে এবং কিছু লোক নাজাত পাবে। আর তৃতীয়বার যুদ্ধের সময় তারা সমূলে ধ্বংস হবে, অথবা তিনি এ ধরনের কিছু বলেছেন।
-       (যঈফ, সুনান আবূ দাউদ (তাহকিককৃত/ আলবানী একাঃ) ৪৩০৫ [ইঃ ফাঃ ৪২৫৪])

হযরত আরতাত (রহ:) থেকে বর্ণিত, তিনি বলেন, সুফিয়ানী এবং তুর্কিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হবে, এরপর খলীফা মাহ্দীর হাতে তাদের মূলৎপাটন হবে। তিনিই হবেন মুদা নামক স্থানে প্রথম পতাকা স্থাপনকারী, যাকে তুর্কিদের দিকে প্রেরণ করা হবে।
-       (সহীহ, আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ ৬১৪)

হযরত আরতাত থেকে বর্ণিত যে, তিনি বলেন প্রথম যে পতাকা যা মাহদী গ্রহণ করবে তা সে তুর্কের দিকে পাঠাবে। অতঃপর তাদের পরাজিত করবে। এবং তাদের সাথে বন্দি ও মাল সম্পদ থেকে যা থাকবে তা গ্রহণ করবে। অতঃপর সিরিয়ার দিকে সফর করবে। অতঃপর তা বিজয় করবে। অতঃপর তার সাথে থাকা প্রত্যেক মালিকানাধীনকে মুক্ত করে দিবে। আর তার সাথীদের তাদের মূল্য দিয়ে দিবে।
-       (আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ ১০৬০ [পথিক প্রকা: ১০৫৭; তাহকীক: সহীহ])

বিঃ দ্রঃ এই হাদিসগুলোতে মঙ্গোলিয়ান (তাতারী) এবং মাহদীর সময়কার তুর্কিদের বিষয়ে, দুইটিই বুঝাতে পারে, কারণ তাদের লক্ষণগুলো প্রায় একই। মঙ্গোলিয়ানদের সাথে মুসলিমদের যুদ্ধ হয়েছে এবং বর্তমানে তারা আর নেই। তবে তুর্কিদের সাথে যুদ্ধ এখনো বাকি। কিছু বর্ণনাতে এসেছে যে মোট তিনবার তুর্কিদের সাথে মুসলিমদের যুদ্ধ হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ