৬.৩৭ সুফিয়ানীর প্রাণ ভিক্ষা ও শেষে ধ্বংস

 হযরত মুহাম্মাদ ইবনে আলী হতে বর্ণিত যে, তিনি বলেন, যখন মক্কায় আশ্রয়প্রার্থী যখন ভূমি ধ্বসের কথা শুনবে তখন সে বার হাজার লোকের সাথে বের হবে। যাদের মাঝে আবদাল থাকবে। এমনকি তারা ঈলায় (বাইতুল মাকদিস) অবস্থান নিবে। অতঃপর যে ব্যক্তি সৈন্য প্রেরণ করেছে যখন তার নিকট ঈলার খবর পৌছবে। জীবনের কসম! তখন আল্লাহ তাআলা এই ব্যক্তির ক্ষেত্রে তাকে উপদেশ ও দৃষ্টান্ত বানাবেন। উক্ত ব্যক্তির উপর উহাই পৌছবে যা তাদের উপর পৌছেছিল। অতঃপর তারা যমিনে ধ্বসে যাবে। আর এটাই হল উপদেশ। আর সুফিয়ানী তার দিকে আনুগত্যতা আদায় করবে। অতঃপর সে বের হবে এমনকি একজন কালবী লোকের সাথে সাক্ষাত ঘটবে। আর তারা হল তার সময়। অতঃপর তারা তার নিকট লজ্জিত হবে তাদের কৃতকর্মের কারণে। এবং তারা বলবে আল্লাহ তাআলা আপনাকে পরিধেয় পরিধান করিয়েছেন। আর তুমি তা অপসৃত করছ। অতঃপর সে বলবে- তোমাদের কি আমি কি তাকে বাইয়াত হতে অব্যহতি দিব? অতঃপর তারা বলবে, হ্যাঁ। অতঃপর তার নিকট ঈলা হতে লোকজন আসবে। অতঃপর সে বলবে- তোমরা কি আমাকে কম করে দিয়েছ? অতঃপর সে বলবে- আমি এটা করবো না। সে বলবে- তাই? সে তাকে বলবে- তুমি কি চাও, আমি তোমাকে পদচ্যুত করে দেই? (বাইয়াত হতে বের করে দেই?) অতঃপর সে বলবে, হ্যাঁ। ফলে সে তাকে পদচ্যুত করে দিবে। (বাইয়াত থেকে বের করে দিবে) অতঃপর সে বলবে- এই ব্যক্তি আমার আনুগত্যতা ছিন্ন করেছে। অতঃপর তাকে সে সময় হত্যা করার আদেশ দিবে। অতঃপর তাকে ঈলার শান বাঁধানো পাথরের উপর যবেহ করা হবে। অতঃপর সে কালবের দিকে সফর করবে। অতঃপর তাদের থেকে গনিমত নেওয়া হবে। সুতরাং ক্ষতিগ্রস্ত হল সে, যে কালবের গনিমতের দিন বঞ্চিত হবে।

-       (যঈফ, আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ ১০০২)

হযরত মুহাদ্দিস হতে বর্ণিত যে, মাহদী, সুফিয়ানী ও কালবী ব্যক্তি বাইতুল মুকাদ্দাসে যুদ্ধ করবে। যখন সে বাইয়াত প্রত্যাখ্যান করবে। অতঃপর সুফিয়ানীকে বন্দি করে আনা হবে। অতঃপর বাবে রিহহাতে তাকে যবেহ করা হবে। অতঃপর তাদের মহিলাদের ও তাদের পশুকে দামেস্কের সিড়ির নিকটে বিক্রি করা হবে।
-       (আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ ১০০৮ [পথিক প্রকা: ১০০৬; তাহকীক: যঈফ])

হযরত আলী ইবনে আবু তালেব (রা:) হতে বর্ণিত যে, তিনি বলেন যদি কম হয় তাহলে বার হাজার (মানুষ) তাদের নিয়ে সফর করবে। তাদের নিদর্শন হবে টিলা (এর মত)। এমনকি তার সাথে সুফিয়ানীর সাক্ষাত হবে। অতঃপর সে বলবে তোমরা ইবনে আমার দিকে বের হয়ে যাও। এমনকি সে তার জয়ধ্বনী করবে। অতঃপর সে তার দিকে বের হবে। এবং তার জয়ধ্বনী করবে। অতঃপর তার নিকট ক্ষমতা তার নিকট হস্তান্তর করবে। এবং তার আনুগত্য স্বীকার করে নিবে। অতঃপর যখন সুফিয়ানী তার সাথীদের নিকট প্রত্যাবর্তন করবে তখন কালবী তার তিরস্কার করবে। অতঃপর সে ফিরে আসবে যাতে সে তাকে পদত্যাগ করতে পারে। এবং পদত্যাগ করাবে। এবং সে এবং সুফিয়ানীর সৈন্যদের মাঝে সাতটি ঝান্ডার উপর যুদ্ধ হবে। আর প্রত্যেক ঝান্ডার মালিকই তার নিজের জন্য ক্ষমতার আশা করবে। অতঃপর মাহদী তাদের সকলকে পরাস্ত করবেন। হযরত আবু হুরাইরা (রা:) বলেন মাহরুম হল ঐ ব্যক্তি যে কালবের গনিমতের দিনে মাহরুম হবে।
-       (আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ ১০১৩ [পথিক প্রকা: ১০১১; তাহকীক: যঈফ])



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ