হযরত আবু হুরায়রা (রা:) বলেন, রসূলে পাক ﷺ বলেছেন, আমার বংশের ইমাম মাহদী ঘোড়ায় সওয়ার হয়ে বিশ্ব শাসন ক্ষমতায় আসবেন। - (আস-সুনানু কিতাবুল ফিরদাউস ৮১৫)
‘উবায়দ ইবন আসবাত ইবন মুহাম্মদ কুরাশী (রহঃ) ...... আবদুল্লাহ (রা:) থেকে বর্ণিত, রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ দুনিয়া ধ্বংস হবে না যে পর্যন্ত না আরব রাজ্যাধিপতি হবে আমার পরিবারের এক লোক, তার নাম হবে আমার নামের অনুরূপ।
- (হাসান, সুনান আত তিরমিজী (আল মাদানী প্রকাঃ) ২২৩০ [ইঃ ফাঃ ২২৩৩]; মিশকাত ৫৪৫২; ফাযাইলুশশাম ১৬; রাওযুন নাযীর ৬৪৭; মুসনাদে আহমাদ ৩৫৭২; মুসনাদে বাযার ১৮০৪; আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ১০০৬৯)
- এ বিষয়ে আলী, আবূ সাঈদ, উম্মু সালামা এবং আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম থেকে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ।
আবদুল জাব্বার ইবন আলা আত্তার (রহঃ) ...... আবদুল্লাহ (রা:) থেকে বর্ণিত, নবী ﷺ বলেছেন, আমার পরিবারের এক লোক কর্তৃত্বাধিকারী হবে। তার নাম হবে আমার নামের অনুরূপ। ’আসিম বলেন, আবূ সালিহ (রহঃ) বর্ণনা করেন যে, আবূ হুরায়রা (রা:) বলেছেনঃ দুনিয়ার যদি একটি মাত্র দিনও বাকী থাকে তবে আল্লাহ তাআলা দিনটিকে খুবই দীর্ঘ করবেন যেন তিনি রাজ্যাধিপতি (শাসক/আমীর বা খলীফা) হতে পারেন।
- (হাসান, সুনান আত তিরমিজী (আল মাদানী প্রকাঃ) ২২৩১ [ইঃ ফাঃ ২২৩৪])
হযরত তাউস হতে বর্ণিত যে, তিনি বলেন মাহদীর আলামত হল সে আমমাল তথা কাজের উপর কঠিন হবে। মাল সম্পদের দিক দিয়ে দানশীল হবে। মিসকীনদের ক্ষেত্রে দয়াশীল হবে।
- (আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ ১০৩১ [পথিক প্রকা: ১০২৯; তাহকীক: যঈফ])
হযরত আবু সাঈদ (রা:) রসূল ﷺ হতে বর্ণনা করেন যে, রসূল ﷺ বলেন শেষ যামানায় একজন খলীফা বের হবে। সে মাল সম্পদ গণনা ব্যতীত দিবে (দান করবে)।
- (আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ ১০৩২ [পথিক প্রকা: ১০৩০; তাহকীক: সহীহ])
হযরত আবু যিয়াদ হতে বর্ণিত যে, তিনি হযরত কা’ব (রা:) কে বলতে শুনেছেন যে, আমি নবীগণের কিতাব সমূহে মাহদী সম্পর্কে পেয়েছি যে, তার কাজে যুলুম বা অত্যাচার থাকবে না। এবং দোষও থাকবে না।
- (আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ ১০৩৪ [পথিক প্রকা: ১০৩২; তাহকীক: যঈফ])
হযরত সাব্বাহ হতে বর্ণিত যে, তিনি বলেন মাহদীর সময়ে ছোটরা বড় হওয়ার আকাংখা করবে। আর বড়রা ছোট হওয়ার আকাংখা করবে।
- (আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ ১০৪৭ [পথিক প্রকা: ১০৪৫; তাহকীক: যঈফ])
0 মন্তব্যসমূহ