যখন ফিতনা শুরু হবে তখন এই ফিতনা আরবেও প্রবেশ করবে যেমনটি হাদিসে বলা আছে। সেখানেও রক্তপাত হবে। অনেকগুলো হত্যাকাণ্ড এর মধ্যে উল্লেখযোগ্য যেমন সুফিয়ানীর বাহিনী কর্তৃক মদিনায় হত্যাকাণ্ড এবং সর্বশেষ কালো পতাকাবাহী আরবে প্রবেশ করে সেখানে যুদ্ধ করবে।
হযরত আমর ইবনে শুয়াইব তার পিতা হতে এবং তার পিতা তার দাদা হতে বর্ণনা করেন যে, রসূল ﷺ বললেন একবার যুল কা’দাহ মাসে গোত্রদের দলভুক্ত করা হবে। আর উক্ত বছর হাজীদের লুট করা হবে। ফলে তখন মিনায় একটি বড় যুদ্ধ হবে। আর সেখানে অনেক হত্যাযজ্ঞ হবে। অনেক রক্ত প্রবাহিত হবে। এমনকি তাদের রক্ত আকাবায়ে জামরাহ পর্যন্ত প্রবাহিত হবে। এমনকি তাদের সাথী পালায়ন করবে। অতঃপর তাকে রুকুন ও মাকামের মাঝখানে নিয়ে আসবে। আর সে (এ বিষয় থেকে) বিমুখ হবে। তাকে বলা হবে যদি তুমি অস্বীকার করতে তহলে আমরা তোমার গর্দানে মারতাম (উদাহরণ স্বরূপ)। অতঃপর আহলে বদরের সমপরিমাণ লোক তার নিকট বাইয়াত গ্রহণ করবে। আকাশবাসী ও পাতালবাসী সকলেই তার থেকে খুশি থাকবে।
- (যঈফ, আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ ৯৮৬)
হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রা:) হতে বর্ণিত যে, তিনি বলেন মানুষ একসাথে হজ্ব আদায় করবে। তারা একসাথে অন্য ইমামের উপর আরাফায় অবস্থান করবে। এরই মাঝে তারা মিনায় অবস্থান নিবে, আর তখনই তাদেরকে কুকুরের মত ধরবে। তখন তাদের গোত্রগুলি একে অপরের সাথে বিদ্রোহ শুরু করবে। অতঃপর তারা যুদ্ধ করবে। ফলে আকাবাতে তাদের রক্ত পৌছে যাবে। তখন তারা তাদের মঙ্গলের দিকে ভীতিগ্রস্থ হয়ে পড়বে। অতঃপর সে তাদের নিকট আসবে। আর তার চেহারা কা’বার দিকে লাগানো বা সংযুক্ত থাকবে। সে কাঁদবে কেমন যেন আমি তাকে ও তার চোখের পানি দেখছি। অতঃপর তারা বলবে আপনি আসুন। যাতে আমরা আপনাার নিকট বাইয়াত গ্রহণ করতে পারি। অতঃপর সে বলবে, হায় তোমাদের আফসোস! এমন অঙ্গীকারের যা তোমরা ভঙ্গ করেছ। আর কতইনা রক্ত তোমরা ঝরিয়েছ। অতঃপর অনিচ্ছা সত্ত্বেও তারা তার বাইয়াত গ্রহণ করবে। যদি তোমরা তাকে পাও তাহলে তার নিকট বাইয়াত গ্রহণ করিও। কেননা সে দুনিয়াতে মাহদী। আখেরাতেও মাহদী।
- (যঈফ, আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ ৯৮৭)
0 মন্তব্যসমূহ