হযরত আলী ইবনে আবু তালিব (রা:) বলেন, আমি রসূল ﷺ কে বলতে শুনেছি, ইমাম মানসুরের শাসন আমলের শেষের দিকে একজন মিথ্যুক ঈসা (আঃ) এর দাবিদারের প্রকাশ ঘটবে। তখন সেনাপতি জামিল ছফফাহ তাকে অস্ত্র দ্বারা হত্যা করবে। - (আখিরুজ্জামানা আল মাহদী ফিল আলামাতিল কিয়ামাহ ১০৩)
আবু সাঈদ খুদরী রা বলেন, রছুল ছাঃ বলেছেন, ঈসা ইবনে মারিয়াম আ আসমান থেকে আগমনের পূর্বে একজন মিথ্যুক ভণ্ড ঈসার প্রকাশ ঘটবে। যাকে মুসলমানদের একজন সেনাপতি "এই তরবারী" দ্বারা হত্যা করবেন। আর তার নাম হবে জামিল। তিনি তরবারীর কথা বলে তার তরবারীর দিকেই ইশারা করলেন। তিনি আরও বললেন, অবশ্যই সালমান নামে তার একজন সহচর বন্ধু থাকবে।
- (আস-সুনানু কিতাবুল ফিরদাউস ১৭৯৮)
0 মন্তব্যসমূহ