বর্তমান জামানা অশ্লীলতা-বেহায়াপনা, মূর্খ আলেম দিয়ে পরিপূর্ণ। এরকম অবস্থা পৃথিবীতে আর কখনো হয়নি। ৩য় বিশ্বযুদ্ধে প্রযুক্তি ধ্বংস হওয়ার মাধ্যমে এবং অশ্লীলতার কেন্দ্রবিন্দু ইউরোপ-অ্যামেরিকা ধ্বংসের মাধ্যমে অশ্লীলতা, বেহায়াপনা ধ্বংস হবে। বর্তমানের মূর্খ আলেমরাও এর সাথে ধ্বংস হবে। প্রতি জামানাতেই অসংখ্য আলেম থাকে কিন্তু এরপরও আল্লাহ দ্বীন সংস্কার করার জন্য মুজাদ্দিদ বা দ্বীন সংস্কারক প্রেরণ করেন। বিভিন্ন ফিরকা, খানকা, দলাদলি ও মতবিরোধ ঠিক করার জন্য তাদের আগমন। আর হক আলেমদের সংখ্যা খুবই কম থাকে এবং তারা সমাজে-রাষ্ট্রে যথাযথ মর্যাদাও পান না। কারণ মূর্খ আলেমরা, বাকপটু মুনাফিক শ্রেণীর আলেমরা তাদেরকে কোনঠাসা করে রাখে, রাষ্ট্র তাদেরকে দমন করে রাখে। যেহেতু আগামীতেই রয়েছে মাহদীর জামানা। তার আগেই এসব কিছু ঠিক করার জন্য মুজাদ্দিদ ও আমীরদের আগমন ঘটবে। হাদিসে এসেছে-
হযরত আবু হুরায়রা রা: বলেন, রসূল ﷺ বলেছেন, শেষ জামানায় পথভ্রষ্ট আলেম বৃদ্ধি পাবে। আর তাঁরা দ্বীনকে মৃত্যুর অবস্থায় নিয়ে যাবে। ঠিক তখন আল্লাহ তা'আলা হযরত উমর (রা:) এর বংশ থেকে একজন বালককে পাঠাবেন। যার মাধ্যমে দ্বীন জীবিত (সংস্কারসাধন) হবে।
- (আস-সুনানু কিতাবুল ফিরদাউস ৮০৬)
আল্লাহ তায়ালা এভাবেই একটি শান্তিময় পৃথিবী তৈরি করবেন যা হবে মাহদীর খিলাফতের জন্য উপযুক্ত। ইমাম মাহদীর আগমনের আগে এই কাজগুলোই করবেন তার খিলাফত প্রতিষ্ঠায় সহযোগী আমীরগণ এবং তাদের সহচরগণ। পৃথিবীর অবস্থা এমনভাবে পরিবর্তন হবে যাতে সকল অশ্লীল জিনিস মুছে যায় সাথে মূর্খ আলেমরাও। কারণ তখন হক আর বাতিল আলাদাভাবে চিহ্নিত হয়ে যাবে। এরপর আসবে মাহদীর খিলাফতের যুগ তাই তখন এসব কিছু যে আবার মাথাচাড়া দিয়ে উঠবে তাও সম্ভব না। কারণ ইসলামী হুকুমাত এটিকে দমন করবে।
0 মন্তব্যসমূহ