৬.৪৩ ইমাম মাহমুদ এর দুই বছর পর খিলাফত হস্তান্তর

দুই বছর পর মাহমুদ তার খিলাফত থেকে সরে যাবেন যেমনটি হাদিসে এসেছে। এরপর মানসূর খিলাফত পরিচালনা করবেন এবং তার জামানার শুরু থেকেই আবারো ফিতনা-ফাসাদ শুরু হবে। তখন যদিও মুসলিমরাই ক্ষমতায় থাকবে কিন্তু বিভিন্ন মুনাফিকি, বিশ্বাসঘাতকতা, শত্রুদের মাথাচারা দিয়ে উঠা এগুলোর কারণে মুসলিম বিশ্ব আবার ফিতনার সম্মুখীন হবে।

হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, মাহদীর (ইমাম মুহাম্মাদ বা আল মাহদী) ইন্তেকালের পর এমন একলোক (ইমাম মাহমুদ) শাসনভার গ্রহণ করবেন যিনি ইয়ামানবাসীদেরকে তাদের এলাকা থেকে বিতাড়িত করবেন। অতঃপর খলীফা মানসূর ক্ষমতার মালিক হবে। (প্রয়োজনীয় অংশ)
-       (আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ ১১৮৬ [পথিক প্রকা: ১১৮৩; তাহকীক: যঈফ])


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ