৬.২৮ বাইতুল মুকাদ্দাস বিজয়

 পূর্বদিক তথা খুরাসান এলাকা থেকে প্রথমে একটি কালো পতাকা বের হবে যার সরাসরি উদ্দেশ্য হবে বাইতুল মুকাদ্দাস যাওয়া ও তা বিজয় করা। সেই কালো পতাকার নেতৃত্বে থাকবে শামীম বারাহ। অন্যদিকে সুফিয়ানীর সাথে যুদ্ধে মানসূর ও শুয়াইব ইবনে সালেহ এর সম্মিলিত দল পরাজিত হবে। এরপর মানসূর মদিনা বা মক্কায় মাহদীর সাহায্যার্থে গমন করবে এবং শুয়াইব ইবনে সালেহ তার অবশিষ্ট দল নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা দিবে। এরপর শামীম বারাহ ও শুয়াইব ইবনে সালেহ এর সম্মিলিত আক্রমণে ইহুদীরা পরাজিত হবে এবং বাইতুল মুকাদ্দাস তথা জেরুজালেম ইসলামী ভূখণ্ডের সাথে যুক্ত হবে এবং ইসলাম প্রতিষ্ঠিত হবে। আর এই সকল ঘটনা মাহদীর আগমনের আগেই ঘটবে।

আবূ হুরাইরা (রা:) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রসূলুল্লাহ বলেছেন: খুরাসানের দিক হতে কালো পতাকাবাহীগণ আবির্ভূত হবে (মাহ্দীর সর্মথনে)। অবশেষে সেগুলো ইলিয়া (বায়তুল মাকদিস)-এ স্থাপিত হবে এবং কোন কিছুই তা ফিরাতে পারবে না।
-       (জামে' আত-তিরমিজি ২২৬৯; মুসনাদে আহমাদ ৮৭৬০)

হযরত জাবির (রা:) বলেন, রসূল বলেছেন, অভিশপ্ত জাতির নিকট থেকে হিন্দুস্তান বিজয়ের সৈনিকরা অর্থাৎ গাজোয়াতুল হিন্দের বিজয়ী সৈনিকরা জেরুজালেম দখলে নেবে। আর তাদের সেনাপতি হবে শামীম বারাহ, যার উপাধী হবে সাহেবে কিরান।
-       (আখীরুজ্জামানা আল মাহদী ফিল আলামাতিল কিয়ামাহ ১০০)

হযরত আনাস (রা:) বলেন, রসূল বলেছেন, দুটি বালকের একসঙ্গের আক্রমনে ইহুদী সম্প্রদায় জেরুজালেম হারিয়ে ফেলবে। তাদের একটির নাম শুয়াইব ইবনে ছালিহ, অপরটির নাম হবে শামীম বারাহ।
-       (আখীরুজ্জামানা আল মাহদী ফিল আলামাতিল কিয়ামাহ ৯১)

হযরত মুআয ইবনে জাবাল (রা:) বলেন, রসূল বলেছেন, অবশ্যই আমার বংশের মাহদীর আগমনের পূর্বে কিয়ামত সংঘটিত হবে না। আর সে নিরাপদে জেরুজালেম ভ্রমণ করবে। আর ততক্ষন মাহদী জেরুজালেম ভ্রমন করবে না, যতক্ষন না অভিশপ্ত জাতি থেকে তা শামীম বারাহর দখলে না আসে। আর অবশ্যেই তা দিনের আলোর মত সত্য।
-       (আখীরুজ্জামানা আল মাহদী ফিল আলামাতিল কিয়ামাহ ৯৬)

হযরত কাতাদাহ (রা:) বলেন, রসূল বলেছেন, মাহদীর আগমনের পূর্বে অভিশাপ্ত জাতির সাথে শামীম বারাহর নেতৃত্বে মুমিনদের যুদ্ধ হবে। সেই যুদ্ধে জেরুজালেম মুমিনদের দখলে আসবে।
-       (আখীরুজ্জামানা আল মাহদী ফিল আলামাতিল কিয়ামাহ ৯৭)

হযরত সাদ ইবনে ওয়াক্কাস (রা:) বলেন, রসূল বলেছেন, জেরুজালেম মুমিনদের দখলে যাবে, আবার তা ইহুদী সম্প্রদায় দখলে নেবে। অতঃপর আল্লাহ তাআলা শামীম বারাহর মাধ্যেমে আবার তা মুমিনদের দখলে আনবে। তখন মাহদী সেখানে নিরাপদে ভ্রমণ করবে।
-       (আখীরুজ্জামানা আল মাহদী ফিল আলামাতিল কিয়ামাহ ৯৮)

হযরত মুহাম্মাদ ইবনে হানাফিয়া (রহ:) হতে বর্ণিত যে, তিনি বলেন বনু আব্বাসের একটি কালো ঝান্ডা বের হবে (৭৫০-১২৫৮ সাল পর্যন্ত তারা ক্ষমতায় ছিল)। অতঃপর খোরাসান থেকে আরেকটি কালো ঝান্ডা বের হবে। তাদের টুপি হবে কালো। তাদের পোষাক হবে সাদা রং এর। তাদের সম্মুখে একজন লোক থাকবে যাকে শুয়াইব ইবনে সালেহ অথবা সালেহ ইবনে শুয়াইব ডাকা হবে। সে হবে তামিম গোত্রের। তারা সুফিয়ানীর সৈন্যদের কাছে পরাজিত হবে। এমনকি তারা বাইতুল মুকাদ্দাসে অবস্থান নিবে। তারা মাহদীর রাজত্বের জন্য পথ সহজ ও প্রস্তুত করবে (বাইতুল মুকাদ্দাস নিরাপদ করবে)। আর সিরিয়া হতে তিনশত লোক তার সাথে মিলিত হবে। তার বের হওয়া ও মাহদীর নিকট বিষয় সমর্পণ করার মধ্যে বাহাত্তর মাসের (ছয় বছরের মধ্যে) ব্যবধান হবে।
-       (যঈফ, আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ ৮৯৪)

এই যুদ্ধে মুসলমানদের সাহায্যের জন্য আল্লাহ তাআলা গাছ ও পাথরের জবান খুলে দেবেন। যেমনটি হাদিসে এসেছে- তার একটি হবে মরিয়ম পুত্র ঈসা (আ.) এর সময়। আর প্রথমটি মাহদীর আগমনের কিছু পূর্বে। আর ঈসা (আঃ) এর সময় যখন ইহুদীদের সাথে আবার যুদ্ধ হবে তখন এই সাহায্য আবার আসবে এবং গাছ ও পাথরের জবান আবার খুলে দেওয়া হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ