ইমাম মাহদীর আগমনের আগেই পৃথিবীর অনেক বড় বড় ভূখণ্ড মুসলিমদের দখলে থাকবে যা আমরা বিভিন্ন হাদিস থেকে পেয়েছি। উপরে তারই আলোচনা করা হয়েছে। দেখা যাচ্ছে মাহদীর আগমনের আগে হিন্দ, আফগান, ইরান, ইরাক, ফিলিস্তিন তথা বাইতুল মুকাদ্দাস, ইয়ামেন ও আরবও (সব অংশ কিনা আল্লাহ আলীম) মুসলিমদের শাসন ক্ষমতার মধ্যে থাকবে। শুধু সিরিয়ার কিছু অংশ নিয়ে সুফিয়ানী থাকবে এবং মাহদীর আবির্ভাবের মাধ্যমে পরবর্তীতে সিরিয়াও পুরোপুরি মুসলিমদের দখলে চলে আসবে। মাহদী খিলাফতের দায়িত্ব নেওয়ার পর সিরিয়াতে তথা বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করতে যাবেন এ ব্যাপারে হাদিস এসেছে।
হযরত আলী ইবনে আব্দুল্লাহ ইবেন আব্বাস (রা:) হতে বর্ণিত যে, তিনি বলেন ততক্ষণ পর্যন্ত মাহদী বের হবে না। যতক্ষণ পর্যন্ত না সূর্য নিদর্শন হয়ে উদিত হয়।
- (সহীহ, আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ ৯৫১)
হযরত আম্মার ইবনে ইয়াসীর (রা:) হতে বর্ণিত যে, তিনি বলেন মাহদীর অবির্ভাবের আলামত হল- যখন তুর্কি জাতি তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। আর তোমাদের ঐ খলীফা মারা যাবে যে মাল সম্পদ জমা করেছিল। আর তার পরে দুর্বল একজন শাসক তার স্থলাভিষিক্ত হবে। দুই বছর পর তার বাইয়াত নষ্ট হয়ে যাবে। দামেস্কের মসজিদের পূর্ব দিকের দুটি দেয়াল ধসে যাবে। সিরিয়া হতে তিনটি দলের বহিঃপ্রকাশ। পূর্ব দিকের অধিবাসীদের মিসরের দিকে যাওয়া। আর সেটা সুফিয়ানীর আলামত বা নিদর্শন।
- (যঈফ, আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ ৯৬৩)
হযরত জয়নুল আবেদিন (রহঃ) থেকে হাজলাম ইবনে বশির (রহঃ) বর্ণনা করেন, তিনি বলেন, আমি জয়নুল আবেদিন (রহঃ) কে অনুরোধ করলাম, তিনি যেন আমাকে ইমাম মাহদীর আবির্ভাবের পূর্ব আলামত সম্পর্কে অবহিত করেন? উত্তরে তিনি বললেন, মাহদীর আবির্ভাবের পূর্বে জাজিরায় (ইরাক ও সিরিয়ার বর্ডার) থেকে আউফ সালামী নামে এক ব্যক্তি বের হবে।
তার মাতৃভূমি হবে তিকরিত (Tikrit, Iraq ইরাকের একটি শহর) এবং তার নিহত হওয়ার স্থান হবে দামেস্কের মসজিদ। তারপর সমরখন্দ থেকে শুয়াইব ইবনে সালেহ আবির্ভূত হবে এবং একই সময়ে ওয়াদিউল ইয়াবেস (দক্ষিণ সিরিয়ার দারা শহর) থেকে অভিশপ্ত সুফিয়ানীর উত্থান হবে। আর এই সুফিয়ানী হবে আবু সুফিয়ানের ছেলে উতবার বংশধর। সুফিয়ানীর আবির্ভাবের সময়ে মাহদী লুকায়িত থাকবে এবং কিছুদিন পরেই তার আত্নপ্রকাশ হবে"।
- (কিতাবুল গাইবাত, লেখকঃ শাইখ তুসী; বিহারুল আনোয়ার, খণ্ড ৫২, পৃষ্ঠা ২১৩; আসরে জুহুরী, পৃষ্ঠা ১৬৯)
হযরত আবু বাছির (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু আব্দুল্লাহ আস সাদিক (হযরত জাফর সাদিক (রহ:)) কে জিজ্ঞেস করলাম? কখন আল কায়েম (ইমাম মাহদী) আবির্ভাব হবে? তিনি বললেন আহলে বাইতের (রসূলুল্লাহ ﷺ এর বংশধর) জন্য কোন নির্দিষ্ট সময় (উল্লেখ) নেই। তবে ইমাম মাহদীর আবির্ভাবের পূর্বে ৫টি বিষয় ঘটবে। যেমনঃ
১। আকাশ থেকে আহ্বান। ২। সুফিয়ানীর উত্থান। ৩। খোরাসানের বাহিনীর আত্নপ্রকাশ।
৪। নিরপরাধ মানুষকে ব্যাপকহারে হত্যা করা। ৫। (বাইদার প্রান্তে) মরুভূমিতে একটি বিশাল বাহিনী ধ্বসে যাবে।
ইমাম মাহদীর আবির্ভাবের পূর্বে দুই ধরনের মৃত্যু দেখা যাবে।
১। শ্বেত মৃত্যু। ২। লাল মৃত্যু।
শ্বেত মৃত্যু (দুর্ভিক্ষের কারণে মৃত্যু) হল মহান মৃত্যু। আর লাল মৃত্যু হল তরবারি (যুদ্ধের) কারণে মৃত্যু। আর আকাশ থেকে তিনি (হযরত জিব্রাইল আঃ) তার (ইমাম মাহদীর) নাম ধরে আহ্বান করবে ২৩ ই রমজান শুক্রবার রাতে।
(হাদিস বড় হওয়ায় সম্পূর্ণ হাদিস উল্লেখ করা হয়নি)
- (বিহারুল আনোয়ার, খণ্ড ৫২, পৃষ্ঠা ১১৯; বিশারাতুল ইসলাম, পৃষ্ঠা ১৫০; মুন্তাখাবুল আসার, পৃষ্ঠা ৪২৫; মুজ'আম আল হাদিস আল ইমাম আল মাহদী, খণ্ড ৩, পৃষ্ঠা ৪৭২)
- (যঈফ, আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ ৯২৩)
0 মন্তব্যসমূহ