৪.৪ কবে কবে হিন্দুস্তান আক্রমণ হয়েছিলো তার ইতিহাস

 হযরত উমর ইবনুল খাত্তাব (রা:) এর খেলাফত কালে সর্বপ্রথম ১৫ হিজরীতে হযরত ওসমান বিন আবুল আসের এর নেতৃত্বে একটি সেনা দল প্রেরণ করা হয়। যারা হিন্দুস্তানের থানা, ব্রুচ ও দেবল বন্দরে সফল অভিযান চালান। ব্রুচ বর্তমান গুজরাট, থানা বর্তমান মুম্বাই এবং দেবল বর্তমানে করাচি শহর বলা হয়। তারা এ সময় সরনদিব জয় করেন, যাকে বর্তমানে শ্রীলংকা বলা হয়। [আতহার মুবারক পুরী, আল ইক্কদুছ ছামিন ফি ফুতুহিল হিন্দ (কায়রো দারুল আনছার, ২য় সংস্কার: ১৩৯৯ হিজরী-/১৯৭৯খীঃ) (১/২৬, ৪০, ৪১, ৪২)]

অতঃপর মুয়াবিয়াহ (রা:) এর খেলাফতকালে (৪১-৬০ হি.) হিন্দুস্তানে কিছু জিহাদ হয়। [আল রিয়াদাহ- ৬/২২৩]

এরপর ৯৩ হিজরীতে খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের আমলে মুহাম্মাদ বীন কাসিম এর নেতৃত্বে সিন্ধু ও হিন্দুস্তানের কিছু বিজয়ী হয়। [আল রিয়াদাহ- ৯/৭৭, ৯৫]

এরপর গজনীর সুলতান "সুলতান মাহমুদ" এর নেতৃত্বে ভারতবর্ষের সাথে একাধিক বার জিহাদ হয় এবং প্রতিটি বারই সুলতানের সফল অভিযান এবং প্রচুর গণিমতের মাল লাভ করে। উল্লেখিত, তিনি সোমনাথ মন্দির ধ্বংস করেন। [আল রিয়াদাহ- ৬/২২৩, ১২-৩০]

এরপর সুলতান মুহাম্মাদ ঘুরী এর নেতৃত্বে একাধিক জিহাদের মাধ্যমে হিন্দুস্তানের বেশ পতন হয় এবং আজমীরে মন্দির ধ্বংস করে মসজিদ নির্মাণ করা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ